জানি না-
কতটা পথ হাঁটলে তোমার সহচারী হওয়া যায়,
কতটা দিন হাতে হাত রাখলে তোমায় বন্ধু বলা
যায়,
কতটা গলা সাধলে তবে তোমার সুরের গান গাওয়া যায়,
কতটা তরী বাইলে তোমার মাঝি হওয়া যায়,
ক ফোঁটা চোখের জল ঝরালে তোমার মনের ঘরামী হওয়া
যায়,
জানিনা,
হৃদয় কতটা রক্তাক্ত হলে তারে যাতনা বলা যায়,
কতটা রাত জাগলে তাকে নির্ঘুম বলা যায়,
কতটা দিন গুনলে তারে অপেক্ষা মনে হয়।
কতটা ও প্রানেজানিনা,
প্রান
বাধলে তারে ভালবাসা বলা যায়।
২৯/০১/২০১৪