রবিবার, ৩০ জুন, ২০১৩

তোমারি জন্মোৎসবে - নটবর গুপ্ত

 

সময়ের কড়ি গুনে আজ বিরানব্বই বছরে
প্রাণোচ্ছল জন্মোৎসব তোমারি প্রতিদ্বারে,
কলা,কার্জন,মধুর ক্যান্টিন
সোনালি আলোয় স্বর্ণ রঙ্গিন,
টি এস সি আর বিজনেস ফ্যাকাল্টি
সর্গের আভায় লুটোপটি,

আনন্দের এই আবেগ ক্ষণে
বাঁধ ভাঙে সব তরুন মনে,
গাইছে গান প্রানে প্রানে
শুভেচ্ছা তোমার জন্মদিনে,

কত নিউটন রবি ঠাকুর
তোমারি ছায়ায় পেতেছে মাদুর,
বায়ান্ন আর একাত্তর
সকলি তোমার প্রেমের আঁকর,

বঙ্গ বালার প্রসুতি তুমি
তুমি বিশ্বের বিস্ময়,
সকল জ্ঞানের আঁধার তুমি
তুমি এ মনের মৃন্ময়,

অনন্ত নব যৌবনা তুমি
সত্য সূর্যের বেলাভুমি,
অপরাজেয় বাংলা তুমি
যাই হে তোমার চরন চুমি।

১লা জুলাই,
পায়রা ঘর, আজিমপুর।

হিংসার আগুনে অহিংস বুদ্ধ - নটবর গুপ্ত


অঞ্জলি লহ - নটবর গুপ্ত



রুদ্র নীল পলাশ

অঞ্জলি লহ, হে প্রিয়তম
অন্তর বিকাশিয়া,
পুঁজিতে তোমারে যতন করে
ব্যাকুল মোর হিয়া,
তোমার লাগি নিশিতে জাগি
দেখি নয়ন ভরি স্বপন,
দিনের শুরুতে রাঙা প্রভাতে
তুমি ঘুম জাগানিয়া তপন।
যে বাঁশি বাজে হৃদয় মাঝে
তুমি তার সুর বিতান
সকল কাজে সকাল সাঝে
প্রেরনার অনুপ্রান।
যত দেখি ভরে আখি
ওহে রুপ রাঙ্গানিয়া
পথের সাথী, প্রানের পাখি
চাহি প্রান ভরিয়া।
মম হৃদি কুঞ্জ বনে
ফুটিয়াছে যে পুষ্পরাজি
কিঞ্চিৎ তার তুলে নিয়ে রহিয়াছি দাড়ায়ে
অঞ্জলি দিতে আজি।
৪৬০,জগন্নাথ হল
ঢাকা বিশ্ববিদ্যালয়।
০৮/১০/২০১১