রবিবার, ৩০ জুন, ২০১৩
অঞ্জলি লহ - নটবর গুপ্ত
রুদ্র নীল পলাশ
অঞ্জলি লহ, হে প্রিয়তম
অন্তর বিকাশিয়া,
পুঁজিতে তোমারে যতন করে
ব্যাকুল মোর হিয়া,
তোমার লাগি নিশিতে জাগি
দেখি নয়ন ভরি স্বপন,
দিনের শুরুতে রাঙা
প্রভাতে
তুমি ঘুম জাগানিয়া তপন।
যে বাঁশি বাজে হৃদয় মাঝে
তুমি তার সুর বিতান
সকল কাজে সকাল সাঝে
প্রেরনার অনুপ্রান।
যত দেখি ভরে আখি
ওহে রুপ রাঙ্গানিয়া
পথের সাথী, প্রানের পাখি
চাহি প্রান ভরিয়া।
মম হৃদি কুঞ্জ বনে
ফুটিয়াছে যে পুষ্পরাজি
কিঞ্চিৎ তার তুলে নিয়ে
রহিয়াছি দাড়ায়ে
অঞ্জলি দিতে আজি।
৪৬০,জগন্নাথ হল
ঢাকা বিশ্ববিদ্যালয়।
০৮/১০/২০১১
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)
