রবিবার, ৩০ জুন, ২০১৩

তোমারি জন্মোৎসবে - নটবর গুপ্ত

 

সময়ের কড়ি গুনে আজ বিরানব্বই বছরে
প্রাণোচ্ছল জন্মোৎসব তোমারি প্রতিদ্বারে,
কলা,কার্জন,মধুর ক্যান্টিন
সোনালি আলোয় স্বর্ণ রঙ্গিন,
টি এস সি আর বিজনেস ফ্যাকাল্টি
সর্গের আভায় লুটোপটি,

আনন্দের এই আবেগ ক্ষণে
বাঁধ ভাঙে সব তরুন মনে,
গাইছে গান প্রানে প্রানে
শুভেচ্ছা তোমার জন্মদিনে,

কত নিউটন রবি ঠাকুর
তোমারি ছায়ায় পেতেছে মাদুর,
বায়ান্ন আর একাত্তর
সকলি তোমার প্রেমের আঁকর,

বঙ্গ বালার প্রসুতি তুমি
তুমি বিশ্বের বিস্ময়,
সকল জ্ঞানের আঁধার তুমি
তুমি এ মনের মৃন্ময়,

অনন্ত নব যৌবনা তুমি
সত্য সূর্যের বেলাভুমি,
অপরাজেয় বাংলা তুমি
যাই হে তোমার চরন চুমি।

১লা জুলাই,
পায়রা ঘর, আজিমপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন