শনিবার, ৬ জুলাই, ২০১৩

তোমারি আশায় - নটবর গুপ্ত



   রুদ্র পলাশ

তোমারি আশায় কালো রাত্রিটা
সোনালী সকাল আনিল,
তোমারি আশায় গানের পাখিটা
সকল সুর সাধিল।

তোমারি আশায় মেঘমালার দল 
বৃষ্টি হয়ে ঝরল,
তোমারি আশায় পাহাড়িয়া জল
ঝর্নার ধারা বাইল।

তোমারি আশায় গায়ের রাখাল
বাঁশির সুরটি তুলল,
তোমারি আশায় দীঘির কমল
দেহ নেত্রটি মেলল।

তোমারি আশায় পরীর পাখা
শুভ্রতার রঙ ছড়াল,
তোমারি আশায় শিল্পীর আঁকা
ছবির রুপে রাঙাল।

তোমারি আশায় মনের পাখীটি
দুয়ায়রে দাড়িয়ে রইল,
তোমারি আশায় আমার নদীটি
ছন্দের কুল ভেজাল।

পায়রা ঘর, আজিমপুর
০৬/০৭/২০১৩
  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন