মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

হরতালের ফেরিয়ালা ( বাংলাদেশ) - নটবর গুপ্ত



রুদ্র কমল ঠাকুর       উৎসর্গঃ যেসব দলগুলো হরতাল দেয় তাদেরকে
 (হেলাল হাফিজ এর ফেরিঅলা কবিতার ধারায় রচিত)

হরতাল নেবেন হরতাল?
হরেক রকম হরতাল আছে
হরতাল নেবেন হরতাল?
পটকা ফোটানো হরতাল,ককটেল ফাটানো হরতাল,
প্রাইমারির ছাত্র ছাত্রী মারা হরতাল, মা মেয়ে রিকশায় যাওয়ার সময় চোখ উপড়ানো হরতাল,
মিছিল মাঝে বোমা ফাটানোর হরতাল, গাড়ি পোড়ানোর হরতাল, পুলিশ মারার হরতাল, মরা মানুষ শহিদ হবার হরতাল, নেতাদের মানুষ বলির হরতাল,মালটিকালার হরতাল আছে,
হরতাল নেবেন হরতাল?
আওয়ামীলীগ এর হরতাল, বি এন পির হরতাল, জামাত এর হরতাল, শিবির এবং ছাত্র দলের হরতাল, ১৮ দলের হরতাল, হেফাজতে ইসলাম এর হরতাল, জাসদ এবং বাসদ এর হরতাল, একটি দেশ নিরবে  ধ্বংস হবার হরতাল আছে,
হরতাল নেবেন হরতাল?
মূল্য বৃদ্ধির হরতাল,তেল রক্ষার হরতাল, নেতা গ্রেফতারের হরতাল, সরকারের গদি ছাড়ানোর হরতাল, ফাঁসি দেওয়ার হরতাল, ফাঁসি না দেওয়ার হরতাল,
হরতাল নেবেন হরতাল?
আধা বেলার হরতাল, সকাল সন্ধার হরতাল, ছত্রিশ ঘণ্টার হরতাল, আটচল্লিশ ঘণ্টার হরতাল,  আসাধারন লাগাতার হরতাল,
হরতাল নেবেন হরতাল?
আর কোথায় পাবেন এখানে ছাড়া আসল বিধ্বংসী মানুষ মারার হরতাল?
কার পুড়েছে জন্ম থেকে এমন কপাল?
এদেশের মত কোথায় হয়েছে এত প্রাণঘাতী হরতাল?
আর কোন দেশে হবে এদেশের মত দেশ নষ্টের হৃষ্ট পুষ্ট সফল হরতাল?
হরতাল নেবেন হরতাল?
হরেক রকম হরতাল আছে
হরতাল নেবেন হরতাল?


পায়রা ঘর,আজিমপুর,
০২/ ০৪/২০১৩






হৃদয়ের প্রতিধ্বনি - নটবর গুপ্ত


রুদ্র কমল     উৎসর্গঃ পারু পরী কে      

হৃদয়ের প্রতিদ্বারে বারে বারে ঘুরে ফিরে
নিত্য যে পাখি পায়চারি করে,
সুমধুর কুহুতানে ফিরে যাই তার পানে
ভরায় সে ভালবাসায় ভাললাগার গানে গানে

প্রতিটি ক্ষণে তাকে ঘিরে কল্পনারি জাল বোনে
চোখের পাতায় ভাসে ও মুখ সুখ জাগিয়ে আমার প্রানে,
অনন্ত বার আসে যায় সে এই হৃদয়ের ছোট্ট ঘরে
অবসর আমায় দেয় সে যতনে ভালো বাসিবারে

কান পেতে শুনি বাতাসের গায়
অজস্র চুম্বন দেয় সে আমায়,
এই মনেরই গহিন বনে গায় সে গান আনমনে
বাজায় বাঁশী মন বিলাসী আকুলিত সুরেলি তানে  

প্রানে প্রানে মোর দেয় যে দোল ভুলিয়ে রেখে বসন্ত বাতাসে
সেই দোলারই দোলাচলে মন ভাসে তাই ওই আকাশে,
ফাগুন ভরা আগুন যেন লাগায় তার মনের কাঠি
সেই আগুনে পুরে ছারখার ভাবনার সব চাবিকাঠি


হৃদয়ে জমানো সব ফুতন্ত কলি
সাজিয়ে রেখেছি সকলি তুলি, 
নাও হে আমার প্রান কাকলি
রাঙিয়ে দাও মোর প্রতিটি গোধূলি।

পায়রা ঘর, আজিমপুর
তাঃ ৩০/০৪/২০১৩


সুখ - নটবর গুপ্ত


                                                                                          
                
                 

সুখ তুমি কি?
খুব জানতে ইচ্চে করে,
তুমি কি কোকিলের ডাক
পাখি ডাকা খুব ভোরে।
তুমি কি মায়ের ভালোবাসা
নাকি মায়ের শাসনে থাকা?
নাকি মায়ের বকুনির ভাষা,
নাকি প্রজাপতির পাখা ।
তুমি শিক্ষকএর শাসনে চলা
নাকি বন্ধুদের ভালোবাসা
নাকি প্রিয়ার কথা বলা,
নাকি সপ্নকে ভালোবাসা ।
তুমি কি প্রকৃতির মমতা
নাকি বিজ্ঞানের জয়গান
না বইয়ে পড়া কথা,
নাকি এক বুক ভরা মান ।
তুমি কি খেলা নিয়ে থাকা
নাকি প্রিয়ার পরশ মেলা
না ধার্মিক করে আঁকা,
নাকি অট্টহাসিতে চলা ।
তুমি কি এক বুক ভাবনা
নাকি সাদা হৃদয়ের খাতা
নাকি ভাবনাকে জানা,
না লেখা শুধু কবিতা ।।
মাতৃনীড়
১২/০৩/২০০৮ ইং

চাওয়া ঘুড়ির উড়াউড়ি - নটবর গুপ্ত



রুদ্র নীল পলাশ     উৎসর্গঃ পারু পরীকে

আমি চাইনি কোন সুরম্য প্রাসাদের কর্তা হতে
চাইনি পদসেবায় শত শত কর্মচারী রাখতে,
চাইনি ঘরে ঝাড়বাতির আলো
কিংবা প্রবেশদ্বারে বিকট সিংহের চোখ ঝলমলও,
-শুধু চেয়েছি কুড়েঘরের চাঁদের আলো
ভালবাসার নদীর জল করে যেথায় টলমলও,  

মনে জন্মায়নি কোন উড়াল গাড়িতে করে বিশ্ব ভ্রমন এর শখ
দেখতে চাইনি বিলাসী হোটেলের সুন্দরীর দেহের ঝকমক,
চাইনি প্রমোদ তরীতে করে সমুদ্র বিহারের আয়োজন
কিংবা জলসাঘরের কাকন চুড়ির কঙ্কণ,
-শুধু দেখেছি বৈশাখেতে রিক্সা করে শহর ঘোরার স্বপ্নের রবি  
কিংবা পানসি ভেলায় লয়ে তোমায় দেখতে তোমার পা দোলানোর ছবি,

-চাওয়াগুলি গুলি আজ শিশিরের শব্দের মত
নিঃশব্দে ঝরে পড়ে তোমার মনের দ্বারে দ্বারে,
চেয়েছে তোমায় হৃদয়ের প্রতি জানালায়
অবসরে বারে বারে ভালবাসিবারে।

পায়রা ঘর, আজিমপুর
তাং-১০/০৫/২০১৩