রুদ্র কমল
ঠাকুর উৎসর্গঃ যেসব দলগুলো হরতাল দেয়
তাদেরকে
(হেলাল হাফিজ এর ফেরিঅলা কবিতার ধারায় রচিত)
হরতাল নেবেন হরতাল?
হরেক রকম হরতাল আছে
হরতাল নেবেন হরতাল?
পটকা ফোটানো হরতাল,ককটেল ফাটানো হরতাল,
প্রাইমারির ছাত্র ছাত্রী মারা হরতাল, মা মেয়ে রিকশায়
যাওয়ার সময় চোখ উপড়ানো হরতাল,
মিছিল মাঝে বোমা ফাটানোর হরতাল, গাড়ি পোড়ানোর হরতাল,
পুলিশ মারার হরতাল, মরা মানুষ শহিদ হবার হরতাল, নেতাদের মানুষ বলির হরতাল,মালটিকালার
হরতাল আছে,
হরতাল নেবেন হরতাল?
আওয়ামীলীগ এর হরতাল, বি এন পির হরতাল, জামাত এর হরতাল,
শিবির এবং ছাত্র দলের হরতাল, ১৮ দলের হরতাল, হেফাজতে ইসলাম এর হরতাল, জাসদ এবং
বাসদ এর হরতাল, একটি দেশ নিরবে ধ্বংস হবার
হরতাল আছে,
হরতাল নেবেন হরতাল?
মূল্য বৃদ্ধির হরতাল,তেল রক্ষার হরতাল, নেতা গ্রেফতারের
হরতাল, সরকারের গদি ছাড়ানোর হরতাল, ফাঁসি দেওয়ার হরতাল, ফাঁসি না দেওয়ার হরতাল,
হরতাল নেবেন হরতাল?
আধা বেলার হরতাল, সকাল সন্ধার হরতাল, ছত্রিশ ঘণ্টার
হরতাল, আটচল্লিশ ঘণ্টার হরতাল, আসাধারন
লাগাতার হরতাল,
হরতাল নেবেন হরতাল?
আর কোথায় পাবেন এখানে ছাড়া আসল বিধ্বংসী মানুষ মারার হরতাল?
কার পুড়েছে জন্ম থেকে এমন কপাল?
এদেশের মত কোথায় হয়েছে এত প্রাণঘাতী হরতাল?
আর কোন দেশে হবে এদেশের মত দেশ নষ্টের হৃষ্ট পুষ্ট সফল
হরতাল?
হরতাল নেবেন হরতাল?
হরেক রকম হরতাল আছে
হরতাল নেবেন হরতাল?
পায়রা ঘর,আজিমপুর,
০২/ ০৪/২০১৩