কোন এক শ্রাবন সন্ধ্যায়
বসে আমি ঝুল বারান্দায়,
আচমকা রোদের মাঝে
মন ছুঁয়ে গেল গোধূলির সাঝে,
এক পসলা বৃষ্টি।
আমি তখন আকাশ পানে
চেয়ে আছি আনমনে,
ঝরছে বৃষ্টি অঝর ধারায়
উঠানের প্রতি পাড়ায় পাড়ায়,
একি রিমঝিম বৃষ্টি।
হঠাৎ মনের ঘরে চুপটি মেরে
নীরব বাসনা চেপে ধরে,
স্নিগ্ধ হব এ বৃষ্টিতে
যত চাই মনের সুখেতে,
করিব অনাসৃষ্টি।
পুরিতে মনেরও সাধ
দাড়িয়ে উঠানের মাঝ,
চেয়ে আছি আমি ঊর্ধ্ব পানে
ভিজিতে মনের বাসনে,
ডাকিছি তোমায় বৃষ্টি।
কিন্তু হঠাৎই হল একি হায়
মিলিয়ে গেল সে(বৃষ্টি) দখিণা হাওয়ায়,
দিয়ে গেল সে আমার অধরে অশ্রু সিক্ত সৃষ্টি
এক ফোঁটা বৃষ্টি।।
৪৬০,জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
তাং-১৭/০২/২০১৪