রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪

বৃষ্টি - নটবর গুপ্ত


কোন এক শ্রাবন সন্ধ্যায়
 বসে আমি ঝুল বারান্দায়,
আচমকা রোদের মাঝে
মন ছুঁয়ে গেল গোধূলির সাঝে,
এক পসলা বৃষ্টি।

আমি তখন আকাশ পানে  
চেয়ে আছি আনমনে,
ঝরছে বৃষ্টি অঝর ধারায়
উঠানের প্রতি পাড়ায় পাড়ায়,
একি রিমঝিম বৃষ্টি।

হঠাৎ মনের ঘরে চুপটি মেরে
নীরব বাসনা চেপে ধরে,
স্নিগ্ধ হব এ বৃষ্টিতে
যত চাই মনের সুখেতে,
করিব অনাসৃষ্টি।

পুরিতে মনেরও সাধ
দাড়িয়ে উঠানের মাঝ,
চেয়ে আছি আমি ঊর্ধ্ব পানে
ভিজিতে মনের বাসনে,
ডাকিছি তোমায় বৃষ্টি।

কিন্তু হঠাৎই হল একি হায়
মিলিয়ে গেল সে(বৃষ্টি) দখিণা হাওয়ায়,
দিয়ে গেল সে আমার অধরে অশ্রু সিক্ত সৃষ্টি
এক ফোঁটা বৃষ্টি।।

৪৬০,জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
তাং-১৭/০২/২০১৪



মাইনকা চিপা - নটবর গুপ্ত


পড়তে গিয়ে Methodology
মাথা ঘুরে হয় হিজিবিজি
লেকচার শুনে চুলে ধরে জট
এ যেন Lecturer of 3 idoit
Disaster এক অনাসৃষ্টি
খরা, বন্যা আর বৃষ্টি
ক্লাস করতে গিয়ে Minority
Lecturer দেখি নানান অথিতি
অতিথিদের মনের কথা
যেন এক এক দুঃখ ব্যাথা
পড়তে গেলে Diaspora
সুরু হয় মাথা ঘোরা
homeland আর host country
এইতো দেখি ঘুরি ফিরি
চাকরির তাড়ায় ওদিকে আছে saifurs vocabulary
একদিকেতে Department অন্য দিকে B.C.S.
পৈড়া এই মাইনকা চিপায় আমাদের তো জীবন শেষ ।।
ফুটপাত
২৫/০৯/১২

তুমি - নটবর গুপ্ত


 তুমি দেবি না মানবী
কি শোভা শালিনী
দেখিলে জোড়ায় হিয়া,
মন আনচান করে আমার
দেখিলে রুপের মায়া।
ওই মনেরই মায়া জালে
বন্দী করিলে মোরে,
ঘুরে মরি তাই পলে পলে
থাকি তোমার নেশার চুরে।
তোমার জন্য সকাল সাঝে
যে বাসি বাজে হৃদয় মাঝে,
তার সুরেতেই বিভোর থাকে
অবসর আর সকল কাজে।
রুপের মায়ায় ঘিরিয়া রাখিয়া
বন্দী করিলে হিয়া,
তাইতো মনের সকল তারে
যায় তোমারি গান গাহিয়া।
চোখের কোনের জল যেন সব
হারিয়ে যায় দেখিয়া তোমায়
তুমি কি অশ্রু নিবারক
নাকি দেয়ক-
   ইতি
এক জিজ্ঞাসু মানুষ






তুমি - নটবর গুপ্ত


তুমি  
তুমি গ্রীষ্মের কাক ডাকা দুপুরে
ঝরনার জল,

তুমি গ্রীষ্মের কাক ডাকা দুপুরে
ঝরনার জল,
তুমি বর্ষার আকাশে ভাসা
নিবিড় কৃষ্ণ নিরদের দল।
বর্ষার কাননে পুস্পিত
কদম কেয়া ফুল।
তুমি শরতের পুস্প সুষমা
শুভ্র জোছনা,
শেফালি, কামিনী, প্রভৃতি
ফুলের বাসনা
তুমি নিশিকালের শিশির বিন্দুর
আনন্দ অশ্রু বিসর্জন,
তুমি বসন্তের সবুজ পাতায়
সজীবতার স্পন্দন।
তুমি হেমন্তের আকাশে
শুভ্র মেঘের কুঞ্জ,
রাঙা চরণে পুজিতে তোমারে
সাজিয়েছি আমার কুঞ্জ।

মাতৃ নীড়
১৬/০৩/২০০৮


জানো কি জানি না - নটবর গুপ্ত


           উৎসর্গঃ পারু পরীকে

জানিনা তুমি ভালবাস  কি বাসনা
জানি শুধু তোমায় ভালোবাসি,
জানিনা তুমি চাও কি না চাও আমায়,
আমি চাই সারাটি ক্ষণ থাক পাশাপাশি।

জানিনা তুমি আমায় মনে কর কি কর না
জানি আমার মনের ঘরে শুধু তোমার বাস,
জানিনা তুমি হবে কি হবে না আমার
আমি হব তোমার জীবনেরই পরবাস।

জানিনা তুমি কার আকাশে ঘুড়ি হয়ে ওড়
জানি শুধু আমার আকাশ জোড়া ঘুড়ি শুধু তুমি,
জানিনা তুমি যাবে কি যাবে না আমায় ছুয়ে
আমি যাই শুধু তোমার চরনচুমি।

জানিনা তোমার বাগানে কোন রঙ্গিন প্রজাপতির রঙ
জানি শুধু তোমার রঙে আমার সব ফুলেরা রঙ্গিন
জানি না কোন সে রোদের আলোয় তোমার বিকেল ঝলমল
আমি জানি তোমার আলোই হবে আমারই জীবন সঙ্গিন।

জানিনা আমার ভালবাসা নিয়ে তুমি কি ক্রুর হাঁসি হাস
জানি তোমার একটু হাঁসিই আমার পথ চলার পাথেয়,
জানিনা কোন সে সুরে তুমি বাধ্ আজি গান
শুধু জানি তোমার সুরে পায় আমার সকল গানের প্রান।

জানিনা তোমার পৃথিবীতে আমি কোন প্রাণী কিনা
যেন আমার সারা পৃথিবী জুড়ে শুধু তুমি।


পায়রা ঘর, আজিমপুর
২৪/০৫/২০১৩