ফাগুনেরই আগুনে,
প্রকৃতি আমায়(পলাশ ফুল কে) ডেকেছে যতনে,
এসেছি তাই এ মগনে,
ছড়াতে গন্ধমধু
ফাগুন গগনে,
বসন্তের পাখি যতনে,
মেখেছে এ রঙ সমস্ত দেহ-প্রানে,
ছড়িয়েছে সে রঙ ছন্দের টানে টানে,
সুরের রঙে গানে গানে,
সে সুর দিয়েছে ফাগুনে,
খুশির পরশ প্রানে প্রানে,
রেখেছে বিভোর মধুর স্বপনে,
নয়ন থেকে নয়নে,
সমস্ত যৌবন জমা হৃদয় গহীনে,
দিয়েছি ফাগুন তোমার চরণে,
মিলেছি তোমার সনে,
বিধ্বস্ত রৌদ্র দিনে কিংবা রাতের গহীনে,
প্রকৃতি হয়েছে মাতোয়ারা এ সুধা
কামনে,
সকলি দিয়েছি যা ছিল এ মন বাসনে,
নিয়েছে তুমি
খুলিয়া সকল বসনে,
খুশিতে নেচেছে মন এ মধুর লগনে,
পেয়ে তোমার মত সাথী এ ফাগুনে (ফাগুনকে),
নাই বা দিলে ঠাই ও হৃদয়
অঙ্গনে,
শুধু মনে রেখ আমিও ছিলাম তোমার মনের কোনে,
কোন এক রঙ লাগা ফাগুনের আগুনে।
পায়রা ঘর,
২৭/০৩/২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন