হাই, হ্যালোতে মজে আছি
শিখতে গিয়ে ইংলিশ,
বাংলা ইংরেজি মিশায়ে এখন
হয়ে গেছি বাংলিশ,
ড্যাডী, মাম্মি বলে বলে
পেয়ার মাম্মি(মাতৃ ভাষা) গেছি ভুলে,
দাড়িতে ফ্রেঞ্চ কাট
চুলেতে বাবরি ছাঁট ,
ঝুটি বাঁধা লম্বা চুল
কান ফোঁড়ায়ে লাগানো দুল,
দেহ চলে দুলে দুলে
জিন্স প্যান্ট যায় খুলে,
ওদিকে লম্বা হিলে
ললনার যান হেলে দুলে,
চুলগুলো লাল করে রূপসী
দেখে শুধু আয়না,
দেখতেকি লাগছে তাকে
প্রিন্সেস ডায়না,
কি চমৎকার দেখার পালা
এসে গেল কোঁকা কোলা
জম্বে এবার মজার খেলা,
এলোমেলো করেদে মা
লুটেপুটে খাক
সংস্কৃতির ভাঙ্গা সেতু উসছন্নে যাক।
ভগবান গহ্বর, জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
তাং- ১২/০২/২০১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন