মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

পথ পরিচিতা - নটবর গুপ্ত


নটবর গুপ্ত      
পথের পরিচয়ে পরিচিতা তুমি
হৃদয়ে  গেছ চুমি,
দেখিতে তোমায় ভ্রমরের ন্যায়
সারা দিনমান ভ্রমি।
চিকন চাকন গঠন গাঁথন
রোদ ঝলমলে হাসি,
চন্দ্রবদনের জ্যোতি পাড়ায়
 নাসিকা শ্যামের বাঁশি।
নীল নয়নের নীল সমুদ্র
যেন  অতল গহীন,
অধরেরও রঙ এর বাহার
গোলাপের রঙ্গে রঙিন।
দেব রাণীর বেণী যেন
মেঘ পুঞ্জের স্বরূপ ,
সাজের পরি সাজ নাই তবু
মনবাহারি রুপ
ওই রুপেতে অবগাহনে
হৃদিতে জাগে আশা,
অঞ্জলি ভরে দেব আজ আমার
সকল ভালোবাসা

খাল পাড়
১৮/০৩/২০০৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন