রুদ্র নীল পলাশ
উৎসর্গঃ পারু পরীকে
বন্ধুত্বের শুরু
এক হাতে, আর শেষ
অন্য হাতে, আর এই বন্ধুত্ব থেকেই
শুরু হয় ভাল বাসার প্রথম যাত্রা, যে যাত্রায় সাথী হয়-
সুনীল আকাশের শুভ্র মেঘের ভেলা,
ভরা জোস্নার রূপালী আলোর খেলা,
শান্ত মনে খোলা মাঠের মৃদুমন্দ সমীরণ,
কোকিল ডাকা ভোরের শিশিরের ক্রন্দন,
নিঝুম রাতের অচেনা পাখির সুরের স্পন্দন,
সকালের সজীব পাতার ফাঁকের লাল আলো,
মৃদু বাতাসে পুকুরের জলের দেহ দুলানো টলমল,
বাহারি প্রজাপতির উড়াউড়ির ছবি আঁকানো বিকেল,
আষাঢ়ের মেঘ রোদ্দুরের খেলে যাওয়ার ছল,
উঠানের বাগানে এক সূর্যমুখীর পাশের সূর্যমুখীকে
বাতাসের দোলায় বারে বারে ছুয়ে দেওয়ার দৃশ্যের দোলনায়
দোলা,
আকাশের চিলের নিরন্তর খাদ্য সন্ধানি ঘূর্ণন পথ চলা,
নীরব রাতের তারা গুনে সাজান অজস্র সপ্নের ডালা,
অবশেষে বিয়ে মালার নিগুড় বন্ধনের মালা বদলের
খেলা।
পায়রা ঘর, আজিমপুর
তাং- ১৯/০৫/২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন