রুদ্র নীল পলাশ উৎসর্গঃ শুধুমাত্র জী
বাংলা কে
কাছে আয় সই
তোরে মনের কথা কই,
তোর জন্য দুধেল ভালবাসা
জমে হচ্ছে দই,
তোর জন্য আনছি কিনে
সাজু-গুজুর বই,
তাই দেখে তুই মাখবি গালে
জমানো টক দই,
কাছে...............কই।
তোর জন্য সারাটি বিকেল
ছাঁদে বসে রই,
তোর ছাঁদেতে যেতে আমি
লাগাবো বাঁশের মই,
কাছে..................কই।
তুই যদি হস কাজলা বধু
আমি সোয়ামী হই,
তোর জন্য আনবো ধরে
ঝিলের বড় কৈ,
কাছে..................কই।
তোর জন্যে মালা বদল
বাসর সাজানো এই,
কাছে আয় সই
তোরে মনের কথা কই।
পায়রাঘর, আজিমপুর
২৮/০৫/২০১৩
ভালো ছিলো
উত্তরমুছুন