রুদ্র নীল পলাশ
অমর একুশ তুমি আছো
বাংলার প্রতিটি মানুষের মাঝে
তাই তোমাকে স্মরণ করি
সকাল দুপুর সাঁঝে
ফেব্রুয়ারী র একুশ তারিখ
হৃদয়ে কাঁপন তোলে
রফিক শফিক জব্বার বরকত
আরও কত নাম দোলে
জানতে নাকি সোনার ছেলেদের
সোনালি সপ্ন বুকেতে
দেশের জন্য প্রান দিল যারা
মাত্রিমধু বাংলা ভাষাকে বাঁচাতে
উড়েছিল তাদের মাথার খুলি
মিছিলের মাঝে পুলিশের গুলিতে
রক্তের লাল নদী বয়েছিল
পিচ ঢালা সেই পথে
তাই ফেব্রুয়ারী র একুশ তারিক
হেটে হেঁটে খালি পায়ে
বেরিয়ে পড়ি প্রভাতফেরিতে
হাতে মশাল নিয়ে
মাতৃভাষার জন্য তাঁদের এই
অমূল্য দানের কথা
মোরা কোনদিন ভুলবো না
হৃদয়ে থাকবে গাঁথা ।।
মাতৃনীড়
১৮/০২/২০০৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন