মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

মা - নটবর গুপ্ত


রুদ্র নীল পলাশ 
মা দিবস নামে কোন দিবস আছে সেটা আমার মা দুদিন আগে জানত না।আমি জেনেছি বছর তিনেক আগে, জানার বছর থেকেই মা দিবসে মায়ের সাথে ফোনে বেশি বেশি কথা বলি। এবার ও বলছি তবে একটি কাকতালীয় ঘটনা আমায় ভাবিয়ে তুলছে, আমি ভেবেছিলাম এই বছর মা দিবসে মাকে না বলে গ্রামে গিয়ে মাকে সারপ্রাইজ দিয়ে বলব ‘মা আজ মা দিবস তাই তোমাকে সারপ্রাইজ দিব বলে ফোন না করে চলে এলাম’। কিন্তু হটাত আমি জরুরি কাজে আটকে পড়ায় মাকে এই সারপ্রাইজটি দিতে আমি পারিনি বলে মন খারাপ করে বসে আছি তখন -
মায়ের ফোন ‘কিরে কি করিস?’
আমি বললাম ‘এইতো বসে আছি’
মা বলল ‘ তুই কি এখন একটু বাইরে যেতে পারবি?
বললাম, কেন?
বলল ‘তেমন কিছু না তোর বাবাকে দিয়ে তোর জন্য একটু আঁচার কুরিয়ার করে পাঠিয়েছিলাম দেখত এসেছে কি না,
দুদিন আগে টি ভি তে দেখাচ্ছিল আজ মা দিবস তাই ভাবলাম তোকে একটা সারপ্রাইজ  দেই,’
মা উচ্ছাস নিয়ে বলল, কি এখন যাবি না পরে যাবি?,.........
কি ব্যাপার কথা বলছিস না কেন?
হ্যালো........., হ্যালো........., হ্যালো.........,’ 
আমার হাতের উপর এক ফোঁটা জল পড়ার পরশ অনুভব করলাম
বললাম, এখুনি যাচ্ছি মা......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন