রুদ্র নীল পলাশ উৎসর্গঃবাঙলার কিছু বিশিষ্ট নেতাদেরকে
স্বাধীনতা-
বুৎপত্তিতে নিজের হাতে আইন নিয়ে
নব শাসন ব্যাবস্থা,
ব্যাবহারিক অর্থে শহীদদের জন্য
দু মিনিট নীরবতা।
গণতন্ত্র-
এটি এমনি একটি অত্যাধুনিক
কৌশলী যন্ত্র,
যখন থাকে যার হাতে
তখন তার স্বার্থ পূজার মন্ত্র।
সরকার-
সব অর্থ নিজের এবং কার অর্থ কাজ
করার অর্থ বোঝাই,
মুলত তিনি স্বীয় স্বার্থে নিজ কাজে
অতি ব্যাস্ত মশাই।
রাজনীতি-
প্রজার জন্য মন কাঁদিয়ে
কপট প্রেমের গীতি,
প্রজার অর্থ রাজার করার
অনন্য কৌশলী নীতি।
মন্ত্রী-
দেশোদ্ধারের কাজে যিনি মহাব্যাস্তের তন্ত্রী
মুলত তিনি মহাকাজের মহাষড়যন্ত্রী,
বুদ্ধিতে জ্ঞানের হাড়ি, চড়েন মারুতি গাড়ি
দিনের বেলায় সতীবৃত্তি আর রাতে বাইজী বাড়ি,
নেতা-
গুঁতাগুঁতিতে হস্ত পাকা পাঞ্জাবীতে ঢাকা
মুলত তিনি বড় মাপের দেশপ্রেম বিক্রেতা,
টেন্ডারবাজির মহানায়ক ঘুষ ব্যাংকের হোতা
প্রধান কাজ গড়ের মাঠের বক্তৃতা।
আধুনিক বস্তি, ৪৬০,
জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
তাং-১২/০৭/২০১১ ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন