গুতিয়ে হাত করেছি পাকা
আমি হব ছাত্র নেতা,
যোগ্যতা- বাজারের ব্যাগ টানার
আমি হব (বিশ্ববিদ্যালয়) লেকচারার,
মাথাটা মোর গোবর যন্ত্রী
আমি হব মুখ্য মন্ত্রি,
গায়ে মদের গন্ধ
হব বিবেকানন্দ,
ঝুটি বাঁধা লম্বা চুল
আমি হব কাজী নজরুল,
হাতি আকতে আঁকি হংস
আমি হব পাবলো পিকাসো,
ফলোয়ার অফ শহিদ কাপুর
আমি হব রবী ঠাকুর,
কোকিলটাকে করি কাক
আমি হব গবেষক,
গান ধরলে মারে জুতা
আমি হব আশালতা,
বল যায় না গোলে
আমি হব পেলে,
মেলে না কোন ছন্দ
হব জীবননান্দ।
অধুনা বস্তি, ৪৬০
জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন