মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

আমি পদ্মা বলছি - নটবর গুপ্ত


রুদ্র নীল পলাশ 
হাজার বছর ধরে আমি বয়ে চলেছি এই বাংলায়,
কত ইতিহাস, একাত্তুর কিংবা পলাশী সবাই মনে রেখেছে আমায়,
আমার ঘোলা জল, দিয়েছে তোদের ফসল,
সবই করেছিস আমার বুকে, সৎকার থেকে গোসল,
আমার বুকে দিয়েছিস বাঁধ,
তাতেও আমি বাধিনি সাদ,
দিনে দিনে আমি শুকিয়ে শুকিয়ে হচ্ছি কাষ্ঠমরা,
ধিরে ধিরে মোর হারিয়ে যাচ্ছে অবারিত জলধারা,
আজীবন ধরে দিয়েছি তোদের করিনিতো কোন ক্ষতি,
তাইত মোর বৃদ্ধ কালে এ হেন দুর্গতি,

তবে, আজ তোরা মোরে ভাবছিস বড়, শুনে এই সন্দেশ,
মোর হৃদয়ের কুঞ্জবনে খুশির নাইকো শেষ,
মন্ত্রিরাসব ভাবছে আমায় লিখছে প্রথম আলো,
সারা দুনিয়ার বড় ব্যাঙ্কটিও আমায় ভাবলো,
নেতারা কতো কথা বলছে ভাবছে বিশ্ববাসী,
আমি ভাবছি আমার কথা, আমি এ কাদের বিশ্বাসি?

ব্যাংক ভাবছে সুদের কথা মন্ত্রী ভাবছে ভোট,
কতো রাজনীতি, দুর্নীতি করছে এসব নানান জোট,
আমার কতো চর খেয়েছিস ওরে রাঘব বোয়ালের দল
এবার তোরা আমায় খেতে পেতেছিস নব ছল।
যমপুরী,
২৭/০৯/১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন