আমি শাহিনা বলছি
রুদ্র নীল পলাশ উৎসর্গঃ শাহিনাকে
তোমাদের আজব এই চাকার শহরে
প্রতি সন্ধায় আর সকালের প্রথম প্রহরে,
আমি হেটে চলি রাস্তার নর্দমার পাশ ধরে,
কখনও উঠতে চাইনি তোমাদের মারুতি কিংবা পাজেরে।
তোমাদের রংচং এর পার্লারী নগরীর গায়ে
ময়লা সস্তা ফুতপাতের কামিজ আর ছেঁড়া চটি পায়ে,
আমি হেটে চলি শাম্পুহীন উসখো চুলে ঘামের গন্ধ নিয়ে,
কখনও হতে চাইনি আমি মেকআপ সুন্দরী কিংবা দামি
প্রসাধনীয়ে।
তোমাদের কেএফসি আর পীজা হাট এর শহরেতে
তৃপ্তির ঢেঁকুর তোলা হয় আমার ডাল আর ডিমের ঝোলেতে,
আমার ভাললাগে কমদামী পোড়া রুটি আর আলুয় ভরা পেট,
কখনও খেতে চাইনি কাচ্ছি বিরিয়ানি কিংবা ডিমের অমলেট।
তোমাদের এ উচু ইমারতি বিল্ডিং এর শহরতলিতে
আমার বাস নর্দমা আর আবর্জনা ভরা নোংরা বস্তিতে,
আমি থাকি শত ছিদ্র ভরা টিনের ছাদের নিচে বৃষ্টি আর সূর্য
যেথায় নিত্য উঁকি মারে,
কখনও চাইনি থাকব- সোফায় ভরা আর কার্পেটে মোড়া টাইলস করা
হিম ঘরে।
তোমাদের এই নামি দামি মানুষের শহরে
লাঞ্ছিত আর অবাঞ্ছিত মানুষের মত করে,
আমি বাঁচি যন্ত্রণা আর অপমানকে নিত্য সঙ্গি ধরে,
কখনও বসতে চাই নি কোন সভার সভাপতির কোন ধারে।
তোমাদের এই মেকি ভালবাসার নগরে
সপ্ন আঁকি বুকের ক্ষত সারাবার অদম্য বাসনার তরে,
আমি চলি কোন এক চোলাই মদ খাওয়া হেল্পার এর হাত ধরে,
কখনও ভাবতে চাইনি বাসর হবে শহুরে যুবরাজের আভিজাত্যে ভরা
বিলাসী ঘরে।
শুধু চেয়েছি আকাশের খোলা ছাদ,
বাচার মত দুমুঠো ডাল ভাত,
হাটার মত নোংরা ফুতপাথ,
পরার মত ছেঁড়া কাপড়,
আর না মরার মত শোষণের কলের ঘর
আজ এ অপমৃত্যু না চাওয়াটাও বোধয় আমাদের বিলাসিতা।
পায়রা ঘর, আজিমপুর
তাঃ ৩০/০৪/২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন