রুদ্র নীল পলাশ
চড়িয়া দ্বিচক্র যানে
চড়িয়া দ্বিচক্র যানে
ছুটেছি আঁধার পানে,
কোনসে ডোবায় পড়বে যাত্রী
ভাগ্য নাহি জানে।
আমী নতুবা বিপিন
এই তো মোদের ভোটের গীতি,
দুই দলের এই যাঁতাকলে
পিষ্ট দেশের রাজনীতি।
ইনি যদি যান ডান কোনেতে
উনি চলেন বামে,
কেও খায়না কারো ছোঁয়া
অহি নকুলির দামে।
একজনের পর একজন আসেন
এইতো দ্বিঘাত চক্র
এক ঘোড়ায় এই দুই সোয়ারি
আমরা তাদের ভক্ত।
পায়রা ঘর
আজিমপুর, ০৭/০৬/২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন