রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪

অজানার প্রশ্ন - নটবর গুপ্ত


জানি না-
কতটা পথ হাঁটলে তোমার সহচারী হওয়া যায়,
কতটা দিন হাতে হাত রাখলে তোমায় বন্ধু বলা যায়,
কতটা গলা সাধলে তবে তোমার সুরের গান গাওয়া যায়,
কতটা তরী বাইলে তোমার মাঝি হওয়া যায়,
ক ফোঁটা চোখের জল ঝরালে তোমার মনের ঘরামী হওয়া যায়,

জানিনা,
হৃদয় কতটা রক্তাক্ত হলে তারে যাতনা বলা যায়,
কতটা রাত জাগলে তাকে নির্ঘুম বলা যায়,
কতটা দিন গুনলে তারে অপেক্ষা মনে হয়
কতটা ও প্রানে প্রান জানিনা,
 প্রান বাধলে তারে ভালবাসা বলা যায়।
২৯/০১/২০১৪




                                                                                                                                                              

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন